ব্যবসা বাদ দিয়ে রাস্তায় নামুন: বিএনপি নেতাদের জাফরুল্লাহ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮ | আপডেট: ১১:৫৩:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮
বিএনপি-শেখ হাসিনা-জাফরুল্লাহ-BNP-Sheikh Hasina-Zafrullah-rtvonline

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে আদালতের ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে মওদুদ আহমদসহ বিএনপির নেতাদের রাস্তায় নামতে বললেন গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, শেখ হাসিনা কিন্তু ১৪ ঘণ্টা কাজ করেন। মওদুদ সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারাও প্রয়োজন পড়লে এই আদালতের ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে সারাদেশে ছড়িয়ে পড়েন। আপনাদের স্থায়ী কমিটি পথে-ঘাটে বের হোক।

তিনি বলেন, খালেদা জিয়া তো নিজেই বলেছেন, তিনি যেখানেই থাকুক আপনারা যেন নিয়মতান্ত্রিক আন্দোলন করেন। আপনারা নির্বাচন করবেন এনিয়ে দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। নির্বাচনে সুষ্ঠুভাবে অংশগ্রহণই হবে সুষ্ঠু বিচারের একটা অন্যতম পদক্ষেপ। তাতেই তার, দেশের ও আমাদের মুক্তি হবে।

গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা বলেন, দুদকের মামলায় খালেদা জিয়াকে অভিযুক্ত প্রমাণ হয়েছে বলে বিচারক শাস্তি দেননি। শাস্তি দিয়েছেন একটা ভিন্ন জায়গাতে- প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছে উনি।

তিনি বলেন, আমার প্রশ্ন হলো আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকে ১২৩ একর জমি ভূমি দখল করে দিলেন? সেটাও কি ক্ষমতার অপব্যবহার ছিল?

Print Friendly, PDF & Email