
নগরীর সাগরদী থেকে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় রসগোল্লা নামক মিষ্টির দোকান থেকে কোতয়ালী থানার এএসআই কমলেশ নারী কনস্টেবল নিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেয়েটি তার নাম বলেছে মোসাঃ চাদনী, বয়স-২০, পিতা- মৃৃত: কেরামত আলী, নানা- হাবিবুর রহমান, নানা বাড়ি- নোয়াখালী। তবে সুনিশ্চিত করে তার ঠিকানা বা কোন স্বজনের মোবাইল নম্বর বলতে পারছেনা।
দোকানদারের বরাত দিয়ে এএসআই কমলেশ জানান, ওই নারী সাগরদীর সিকদারপাড়া সড়কের প্রবেশ মুখে রসগোল্লা মিষ্টির দোকানে শুক্রবার বিকেলে এসে বসে। রাত হয়ে গেলেও তার সাথে দেখার করতে কেউ আসেনি এবং সে দোকান থেকে বেরও হচ্ছে না। দোকানদার পরিচয় জিজ্ঞেস করলে প্রথমে সে চুপ করে থাকায় আশপাশের লোকজন জড়ো হয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিয়ে আসে।
কমলেশ আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি মানসিক ভারসাম্যহীন। নারীর সাথে কোন ব্যাগ বা মোবাইল নেই। নাম-পরিচয় জিজ্ঞেস করলে কখনো হাসে, আবার চুপ করে থাকে।
পরবর্তীতে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে উপরোল্লেখিত পরিচয় বলে।