বীরগঞ্জে ছুটির দিনে বিদ্যালয়ের গাছ কর্তন

রংপুর ব্যুরো

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮ | আপডেট: ৯:৩৫:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮

দিনাজপুরের বীরগঞ্জে ছুটির দিনে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের সাহেবগঞ্জ হাট এলাকার তুলসিপুর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাঁঠাল গাছ ৩০ এপ্রিল শুক্রবার দুপুরে বিদ্যালয় ছুটির সুযোগে সাবেহগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শরিফুল ইসলাম প্রধানের নির্দেশে দুটি গাছ কাটা হয়েছে বলে উপস্থিত হাচেন নামে ১ ব্যক্তি জানায়।

 

তুলসিপুর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা রাণী রায় জানান, মোঃ শরিফুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নয়, তিনি সাবেহগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিকট হতে গাছ কাটার সংবাদ পেয়ে মোঃ শরিফুল ইসলাম প্রধানকে ফোন দিলে তিনি বিষয়টি দেখবেন এবং কাউকে জানাতে নিষেধ করেন। পরে বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিনকে জানানো হয়। গাছটির আনুমানিক ৬ হাজার টাকা হতে পারে।

 

এ ব্যাপারে তুলসিপুর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় আমাকে পরিকল্পিত ভাবে জড়ানো হচ্ছে। বিষয়টি জানা মাত্রই তাৎক্ষণিক ভাবে প্রসাশনসহ স্থানীয় লোকদের অবহিত করেছি।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন জানান, গাছ কাটার বিষটি মৌখিক ভাবে প্রধান শিক্ষিকার জানিয়েছেন। তবে তুলসিপুর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় না সাবেহগঞ্জ উচ্চ বিদ্যালয় গাছটির মালিক এ বিষয়ে সভাপতির কাছে জানতে চাওয়া হলে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ বিষয়ে লিখিত ভাবে অফিসকে অবহিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করা হয়েছে। লিখিত ভাবে অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email