বাউফল প্রেস ক্লাবের সাংবাদিকদের তথ্য সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ

মুজিবুর রহমান মুজিবুর রহমান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮ | আপডেট: ৯:০৫:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮
পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের সাংবাদিকরা তথ্য সচিব আবদুল মালেক এর সাথে শুক্রবার বিকালে বাউফলের সাবুপুরা গ্রামে তাঁর নিজ বাড়ীতে সৌজন্য সাক্ষাত করেছেন।
এ সময় তাকে প্রেস ক্লাবের পক্ষ্য থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা তথ্য অফিসার জাকির হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিইক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জসীম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান হিরোন, নির্বাহী সদস্য জহিরুল হক ভুইয়া, অধ্যাপক সোহরাব হোসেন, প্রভায়ক অহিদুজ্জামান সুপন, সফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম এজাজ প্রমুখ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় তথ্য সচিব আবদুল মালেক আজ শুক্রবার তার গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফলে উপজেলার বগা ইউনিয়নের সাবুবুপুরা গ্রামে নিজ বাড়ীতে জুম্মার নামাজ আদায় , পিতার কবর জিয়ারত ও দোয়া মিলাদে অংশ গ্রহন করেন। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় সচিব আবদুল মালেক  বদলী হয়ে তথ্য সচিব যোগদানের পর এই প্রথম বাউফলে আগমন করেন।

Print Friendly, PDF & Email