মুলাদীতে সিঁদ কেটে ঘর থেকে চাবি নিয়ে দোকানে চুরি
আবু বকর সিদ্দিক অভি আবু বকর সিদ্দিক অভি
মুলাদী প্রতিনিধি
মুলাদীতে সিঁদ কেটে ঘরে ঢুকে চাবি এনে দোকানে অভিনব কায়দায় চুরি করে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত নাজেম আলী হাওলাদারের পুত্র সামছুল হক হাওলাদারের ঘর থেকে চাবি নিয়ে দুর্বৃত্তরা প্যাদারহাট বন্দরের হাওলাদার স্টোরে চুরি করে।
সামছুল হক হাওলাদার জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান এবং খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে উঠে তিনি মোবাইল না পেয়ে খোঁজাখুজি শুরু করে ঘরের সিঁদ কাটা দেখতে পান। মোবাইল ছাড়া অন্য মালামাল চুরি না হওয়ায় তিনি স্বস্তি পান।
কিন্তু সকাল ৭টার দিকে প্যাদারহাট বন্দরের ব্যবসায়ীরা তাকে সংবাদ পাঠায় তার দোকান খোলা। ওই সময় তিনি চাবি খুঁজে না পেয়ে বাজারে আসেন এবং সেখানে দোকান খোলা দেখতে পেয়ে বুঝতে পারেন যে, চোরেরা সিঁদ কেটে তার ঘর থেকে চাবি নিয়ে দোকানে চুরি করে। দোকান থেকে চোর চক্র নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা, ১৫ হাজার টাকার সিগারেট, প্রয়োজনীয় দলিলপত্র চুরি করে নেয়। এঘটনায় সামছুল হক হাওলাদার মুলাদী থানা পুলিশকে অবহিত করেছেন।