
দেওয়ানগঞ্জে দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়,বৃহস্প্রতিবার গভীর রাতে তারাটিয়া তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ পাথরেরচর ছোট ব্রিজে অভিযান চালায়। এসময় দেহ তল্লাসী করে দুই কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন(৩৫)কে আটক করা হয়। আটককৃত সাহাবুদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী কলমেরচর গ্রামের আঃকাদের ছেলে।
এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক জানান,আটককৃত সাহাবুদ্দিন কে বৃহস্প্রতিবার মাদক আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।