রামগঞ্জে ৪ দিনে অস্বাভিক ৩ জনের মৃত্যু পৃথক ৩টি মানববন্ধন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮ | আপডেট: ১১:০৪:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

রামগঞ্জ উপজেলায় ৪ দিনে ৮ বছরের শিশুসহ ৩জনের অস্বাভিক মৃত্যু হয়েছে । থানা পুলিশ একটিরও মৃত্যুর রহস্য উদঘাটন করে কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে উপজেলা ব্যাপী জনসাধারনের মাঝে চাপা উত্তেজনা ক্ষোভের সৃষ্টি ও আতঙ্ক দেখা দিয়েছে।

 

জানা গেছে, উপজেলা নোয়াগাঁও গ্রামের কালা মেস্তুরি বাড়ির প্রবাসী এরশাদ মিয়ার আট বছরের শিশু কন্যা পশ্চিম নোয়াগাঁও নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ হওয়ার তিন দিন পর গত সোমবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ব্রীজের নীচে খালে বস্তাবাধাঁ ভাসমান লাশ পাওয়া যায় । ২৭মার্চ মঙ্গলবার রাত ১১টায় উপজেলা নোয়াগাঁও ইউনিয়ন সাউধেরখিল গ্রামে ভুইয়া বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো.মহসিন ভূঁইয়া অজ্ঞাত শত্রুর বিষ মিশানো গরুর দুধ পান মারা যায়।

 

২৪মার্চ শনিবার সকালে ভোলাকোট ইউনিয়নের আকারতমা গ্রামে ফজল জমদ্দারের বাড়িতে প্রবাসীর স্ত্রী মর্জিনা আক্তারের ঝুলন্ত লাশ পাওয়া যায়। রামগঞ্জে ৪দিনের মাথায় আট বছরের শিশু কন্যাসহ ৩জনের লাশ উদ্ধার করলেও পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করে এ যাবৎ কাহাকে গ্রেফতার করতে পারেনি। সৃষ্ট ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে রামগঞ্জ উপজেলার পানিয়ালা,নোয়াগাঁও ও রামগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা গত তিনদিন ধরে পৃথক পৃথক মানববন্ধন করেছে ।

Print Friendly, PDF & Email