বাকেরগঞ্জে পাদ্রীশিবপুরের উপ-নির্বাচনে আ’লীগ মনোনিত জাহিদুল ইসলাম (বাবু)’র বিজয়

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

বাকেরগঞ্জ প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দিপনার আর প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে বাকেরগঞ্জের ১৩ নং পাদ্রীশিবপুরের ইউপি উপ-নির্বাচন। গত ২৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন প্রকার বিরতি ছাড়াই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ভোটারা ভোট প্রদান করেন।

 

দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসন ঘটিয়ে পাদ্রীশিবপুর ইউপি উপ-নির্বাচনে আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী প্রয়াত চেয়ারম্যান আবুল বাশার হারুনের জেষ্ঠ্য পুত্র জাহিদুল ইসলাম (বাবু) বিপুল ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। পাদ্রীশিবপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা-১৮৯৬১ জন, এদের মধ্যে-৭৪৪৫ জনে ভোট প্রয়োগ করেছেন।

 

এর মধ্যে আ’লীগ মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম (বাবু) নৌকা প্রতীকে – ৬১০৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী, বিএনপি’র মনোনিত সাজ্জাদুর ইসলাম মোল্লা ধানের র্শীষ প্রতীকে -৬৯৭ ভোট, ইসা আন্দোলনের মনোনিত প্রার্থী আব্দুল খালেক চৌধুরী হাত পাখা প্রতীকে-৫৯৫ ভোট ও আ’লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোয়েব মিরাজ আনারস প্রতীকে-৫০ ভোট পেয়েছেন।

 

কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত ১২ জানুয়ারী রাতে উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার হারুন বরিশাল শেরে বাংলা হাসপাতালের আইসিইউতে ১২:৪৫ মিনিটে মৃত্যু বরণ করেন । তার আকষ্মিক মুত্যুতে এই আসনটি শুণ্য হয়ে যায়।

Print Friendly, PDF & Email