বাবুগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১২

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮ | আপডেট: ১০:৫০:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

ঢাকা-বরিশাল মহা সড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজ ও সাব রেজিষ্ট্রি(ভূমি)অফিস’র মধ্যবর্তি মোড়ে গতকাল দুপুর ২ টায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। প্রত্যক্ষদর্শী বাস যাত্রী সিরাজুল ইসলাম বলেন, বরিশাল থেকে দুপুর ০১:৫০টায় বরিশাল-খুলনা রুটের ফারিয়া এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তিনি খুলনা যাচ্ছিলেন। পথিমধ্যে রহমতপুর ব্রীজ সংলগ্ন মোড় অতিক্রমকালে বাসটি হটাৎ বামপাশ থেকে ডানপাশে গেলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ট্রাকের চালক মিলনসহ অপর চার হেলপার গুরুতর আহত হয় এবং বাসের চালক লিটন(৩৮)সহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা জানান, দূর্ঘটনার পর ট্রাকের ৫ জন এবং বাসের ১ জনকে তারা এম্বুলেন্সযোগে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। সেখানে প্রেরিত ৬ জনের মধ্যে ট্রাক হেলপার আঃ রহিম(৩৫)কে মৃত ঘোষনা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। বাকী ৫ জনের অবস্থা আসংকাজনক বলে জানিয়েছেন বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কালাম মোল্লা। ঘটনার অল্প সময়ের ব্যবধানে একই স্থানে মাইক্রো(ঢাকা মেট্রো গ-২২-০৫০৮)-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

 

সংঘর্ষে ক্ষতিগ্রস্থ ট্রাক (চট্ট মেট্রো ন-৪৫৪১) এবং যাত্রীবাহী বাস ফারিয়া (খুলনা মেট্রো-ব-১১-০১২০) জব্দকরে পুলিশি হেফাজতে নিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ব্যপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন দূর্ঘটনা এবং হতাহতের কথা স্বীকার করে বলেন, ট্রাক হেলপার আঃ রহিম চিকিৎসার পূর্বেই মারা যান এবং ট্রাক চালক মোঃ মিলন(২৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, দূর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে আর নিহতদের কিংবা ট্রাক মালিকের পক্ষে কেউ মামলা দায়ের করতে চাইলে তিনি তা গ্রহণ করবেন।

Print Friendly, PDF & Email