৬ বছর পর স্বদেশ পাকিস্তানে ফিরলেন মালালা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮ | আপডেট: ৩:২২:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

দীর্ঘ ছয় বছর পর স্বদেশ পাকিস্তানে ফিরলেন মালালা ইউসুফজাই। তালেবান সন্ত্রাসীদের অস্ত্রে গুলিবিদ্ধ হওয়ার পর দেশ ছাড়েন এ পাকিস্তানি কিশোরী। খবর বিবিসির

২০ বছর বয়সী মালালা বর্তমান বিশ্বে অন্যতম নারী মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। ২০১২ সালে মেয়েদের শিক্ষা বিস্তারে তার অসম্য সাহস ও অবদানের জন্য পান শান্তিতে নোবেল পুরস্কার।

এএফপি সংবাদ সংস্থাকে সরকারের এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, তার আগমনকে ‘স্পর্শকাতর’ হিসেবে মনে করে এ সফরের বিস্তারিত গোপন রাখা হয়েছে।

তবে জানা গেছে পাক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সাথে এক বৈঠকে মিলিত হবেন মালালা।

বুধবার রাতে পাক স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে, ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পিতামাতার সাথে মালালাকে দেখা গেছে কঠোর নিরাপত্তায়।

হামলার ঘটনার পর তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে পিতামাতার সাথে বাস করছেন এখন।

২০১৪ সালে নোবেল পুরস্কার অর্জনের পর মানবাধিকার কার্যক্রমের পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি একাধিকবার নিজ দেশ পাকিস্তানে ফিরে যাবার আশা ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email