বাংলাদেশ কংগ্রেস’র ঢাকা মহানগর উত্তর মিরপুর থানায় আহ্বায়ক কমিটি গঠিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮ | আপডেট: ১২:০০:পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

 মাহফুজ রহমান : বাংলাদেশ কংগ্রেস’র ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা কমিটির আবির খান’কে আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক এহসানুল হক রানা এবং সাকিল হোসেন’কে সদস্য সচিব করে ১৫সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস’র কেন্দ্রীয় চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. কাজী রেজাউল হোসেন, মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম।

 

উল্লেখ্য, বাংলাদেশ কংগ্রেস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল, স্বাধীনতার এ মাসে মহান শহীদদের প্রতি গভীরভাবে স্মরণ করেন। অত্র দলটি নির্বাচন কমিশনার নিবন্ধন পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবেন। আগামী ৯০দিন মধ্যে ঢাকা মহানগরের সকল থানা কমিটি গঠন করা হবে। নতুন কমিটি অনুমোদনের পর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে কর্মী-সমর্থকরা।

Print Friendly, PDF & Email