বাগেরহাট ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮ | আপডেট: ১১:২১:অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

বাগেরহাট মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদান তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন তালুকদার, শেখ আব্দুর রাজ্জাক, পরিষদের সদস্য শরিফা খানম প্রমুখ। বাগেরহাট জেলার ৯ টি উপজেলার ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকে ৫ হাজার ৫শ টাকা করে মোট ৯ লাখ ৯৫ হাজার ৫ শ টাকা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email