“সরকার লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার উন্নয়নে কাজ করছে” ……এমপি টিপু সুলতান
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

সরকার লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার উন্নয়নে কাজ করছে। অসাম্প্রদায়িক রাষ্ট গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা ব্যপক ভুমিকা রাখবে বলে মনে করি”। গত বুধবার বিকালে রহমতপুর মাধ্যমিক ও রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দুটির বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (বাবুগঞ্জ-মূলাদী) বরিশাল-৩ আসনের সাংসদ এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান।
প্রতিষ্ঠান দুটির অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল আগামী নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীকে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানোর আহব্বান জানান । রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব মামুন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলাপরিষদের সদস্য ফারজানা বিনতে ওহাব,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার,মাধ্যমিক শিক্ষা অফিসার বিথিকা সরকার,মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খান প্রমুখ।
রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৪১তম বার্ষিক ক্রিড়া ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি,ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ,ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক গোলাম হোসেন,সেচ্ছাসেবক লীগ সভাপতি পিন্টু সিকদার, ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম। সার্বিক দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুজাফর সিকদার।