প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত ঠাকুরগাঁও আ.লীগ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮ | আপডেট: ৪:০৬:অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও আসছেন আগামীকাল বৃহস্পতিবার (২৯ মার্চ)। এ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতায় ঠাকুরগাঁও শহর সেজেছে অপরূপ সাজে।

 

নির্বাচনী বছরে দলীয় সভাপতির সফর নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তারা। সার্বক্ষণিক শহরকে সাজানোর কাজে নিয়োজিত রয়েছেন তারা।

 

বৃহস্পতিবার বিকেল ৩ টায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ দেবেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ জনসভা হবে।

 

ঠাকুরগাঁও শহর প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড ও ব্যানারে ছেয়ে গেছে। পুরো শহর সাজানো হয়েছে রং-বেরংয়ের ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। অসংখ্য তোরণ শোভা পাচ্ছে গোটা ঠাকুরগাঁওয়ে।

 

জেলা পরিষদের চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহ.সাদেক কুরাইশী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ঠাকুরগাঁও এসেছিলেন সাড়ে ১৭ বছর আগে। দীর্ঘদিন পর বঙ্গবন্ধুকন্যার এ সফরে স্বরণকালের শ্রেষ্ঠ জনসভা হবে এটি। পাঁচ লাখ মানুষের সমাগম হবে।

 

প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। নানামুখী উন্নয়নের দাবি তুলে ধরবেন তারা। তাদের প্রত্যাশা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে প্রয়োজনে সবকিছুই করবেন প্রধানমন্ত্রী।

 

জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান জানান, প্রধানমন্ত্রী ঠাকরগাঁও সফরে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত চারলেনের রাস্তাসহ মোট ৩৮ টি প্রকল্পের উদ্বোধন ও ৩৩ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।

 

পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়েছে পুরো শহরে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যাতায়াত পথ থেকে জনসভাস্থলে আরো এক সপ্তাহ আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে। এছাড়াও আইফি ক্যামেরা ও ইলেকট্রনিক ডিভাইজ ব্যবহার করবে তারা।

  • সময়ের কণ্ঠস্বর

Print Friendly, PDF & Email