খালেদার মুক্তির দাবিতে লিফলেট বিতরণের কর্মসূচি

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮ | আপডেট: ৪:০১:অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১ এপ্রিল লিফলেট বিতরণ, ৩ এপ্রিল প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

এ ছাড়া ৭ এপ্রিল বরিশাল এবং ১০ এপ্রিল সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই নেতা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

আজ এ মামলার শুনানি মুলতবি করে আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

Print Friendly, PDF & Email