
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত মেহেদী হাসান, তার স্ত্রী সাইদা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসানের ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
বুধবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ড. আবুল কালাম জানান, নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত তিনজন সুস্থ হয়ে যাওয়ায় মেডিকেল বোর্ড তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকের মধ্যে তারা বার্ন ইউনিট ছেড়ে যাবেন বলেও জানান তিনি।
এ সময় আবুল কালাম আরো বলেন, নেপালে আহত শেহরিন ও অ্যানিকে আরো বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে। তাদের ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ওই দুর্ঘটনায় ২৭ বাংলাদেশিসহ এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন। বিমানটিতে ৭১ আরোহী ছিলেন।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা জানতে নেপাল ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে ভুল নির্দেশনা দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ দাবি অস্বীকার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।