গোদাগাড়ীতে ভারতীয় মসলার প্যাকেটে কোটি টাকার হেরোইন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮ | আপডেট: ৩:৪৬:অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি মোবাইল একসেসরিজের দোকানে অভিযান চালিয়ে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।এ সময় ঐ দোকানে বসে থাকা অবস্থায় রিপন নামের এক তরুণকে আটক করা হয়।তবে সে দোকানের মালিক নয়।অভিযান টের পেয়ে দোকান মালিক পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার রেলগেইট বাইপাস মোড়ে রাহিম টেলিকম নামের ওই দোকন থেকে হেরোইন ও এক তরুণকে আটক করা হয়।

তিনি বলেন, “ওই দোকানে মোবাইলের ব্যাটারির একটি কার্টনে ভারতীয় মসলার ১৯টি প্যাকেট রাখা ছিল। কিন্তু ভেতরে মসলার বদলে প্রতি প্যাকেটে ছিল ১০০ গ্রাম করে হেরোইন।”

জব্দ করা হোরোইনের দাম এক কোটি টাকার বেশি বলে জানান পরিদর্শক আতাউর।

গ্রেপ্তার রিপন (২০) রেলইগেট মাটিকাটা গ্রামের জালাল উদ্দীনের ছেলে। পুলিশের অভিযানের সময় সে ওই দোকানে বসা ছিল।

আতাউর বলেন, “ওই দোকানের মালিক উপজেলার সহারাগাছি গ্রামের আফজালের ছেলে জসিম উদ্দীন। অভিযানের বিষয়টি টের পেয়ে রিপনকে দোকানে বসিয়ে সে পালিয়ে যায়।”

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

Print Friendly, PDF & Email