মঠবাড়িয়ায় আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান
শিবাজী মজুমদার শিবু শিবাজী মজুমদার শিবু
মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (২৮ মার্চ) সকালে মঠবাড়িয়া শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ১০টার দিকে কাপুড়িয়া পট্টির একটি মোমবাতি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়লে ডেকোরেটরের দোকান, চায়ের দোকানসহ ছয়টি টেলিভিশন মেকারের দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।