ঝালকাঠিতে কারা সপ্তাহ উদযাপিত

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮ | আপডেট: ১২:৩৯:পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

ঝালকাঠি জেলা কারাগারে নানা আয়োজনের মধ্য দিয়ে কারা সপ্তাহ উদযাপন করা হয়েছে। শেষ দিনে কারাবন্দি, কারারক্ষি ও পরিবারবর্গের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে সপ্তাহব্যাপী উৎসবের সমাপ্ত হয়েছে। সোমবার দুটি পর্বে এ কারা সপ্তাহের সমাপ্তি করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত কারাবন্দি ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপূর্বে কারা অভ্যন্তরে বন্দিদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টায় শুরু হয় জেলা কারাগার চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। কণ্ঠশিল্পি রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে একদল আমন্ত্রিত শিল্পী সংগীত পরিবেশন করেন। পাশাপাশি কারা কর্তৃপক্ষ এবং কারারক্ষিদের স্বজনরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কারাধ্যক্ষ মোঃ শফিউল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলার মোঃ তারিকুল ইসলাম। রাত ১১ টায় এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, ২০ মার্চ মঙ্গলবার দুপুর ১ টার দিকে কারা চত্বরে বেলুন উড়িয়ে এ কারা সপ্তাহের উদ্ধোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির আহম্মেদ গাজী। জেলার মোঃ তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার বাদ ফজর দোয়া ও মিলাদ মাহফিল, সূর্যোদয়ের সাথে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়াও সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, কারা নিরাপত্তা মহড়া, অগ্নি নিরাপত্তা মহড়া, বন্দিদের স্বজনদের সাথে কারা কর্তৃপক্ষের মত বিনিময় সভা, বন্দিদের বিশেষ দরবার, বন্দিদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতি ভোজ, কারা কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি ।

Print Friendly, PDF & Email