
নির্বাচন কমিশনের উপ সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন এ তথ্য জানান।
কলাপাড়া উপজেলার ৫টি ইউপিতে ভোট হবে বৃহস্পতিবার। ওই ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
ফরহাদ বলেন, “ইসির সিদ্ধান্তে ইতোমধ্যে ওই ওসিকে প্রত্যাহার করে দক্ষ একজন কর্মকর্তা পদায়নের জন্য পুলিশ মহা পরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের বিভিন্ন পদে স্থানীয় সরকারের ১৩৪টি নির্বাচন হবে।
ভোটকে সামনে রেখে মঙ্গলবার মধ্যরাত থেকে প্রচারণা শেষ হচ্ছে। বুধবার নির্বাচনী এলাকায় ভোটের সামগ্রী পৌঁছে যাবে কেন্দ্রে কেন্দ্রে।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি ও বিভিন্ন পদে উপ নির্বাচন/স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ০২টি, পৌরসভা সাধারণ নির্বাচন ৪টি ও বিভিন্ন পদে উপনির্বাচন/স্থগিত নির্বাচন ৭টি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের ১টি করে নির্বাচনসহ সর্বমোট ১৩৪টি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২ টা হতে ভোটগ্রহণের পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩১মার্চ দিবাগত রাত ১২.০০টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় কোন ব্যক্তি কোন জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোন ব্যক্তি মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।