
বরিশাল :
“সাতার জানি নিরাপদ থাকি” এই স্লোগানে বরিশাল নগরে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের সাঁতার শেখা প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল নগরের ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মেয়েদের ও ডিসি লেকে ছেলেদের সাতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, ইউনিসেফ বরিশালের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী সুর্য্যানী সমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
সেইভ দি কোষ্ট্যাল পিপল-স্কোপ এর সহযোগীতায় বিসিসি-ইউনিসেফ এর সহযোগীতায় প্রতি সপ্তাহে ৫ দিন ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মেয়েদের ২টি ও ডিসি লেকে ছেলেদের ২টি ব্যাচে এ সাতার প্রশিক্ষন দেয়া হবে। আগামী ৬ মাসে প্রায় ১৮ শ প্রশিক্ষনার্থীকে এ প্রশিক্ষনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আয়োজক