রামগঞ্জে তৃতীয় শ্রেনীর ছাত্রীর বস্তাবাঁধা লাশ উদ্ধার
আউয়াল হোসেন পাটওয়ারী আউয়াল হোসেন পাটওয়ারী
লক্ষ্মীপুর প্রতিনিধি

নিখোঁজের তিন দিন পর রামগঞ্জ থানার পুলিশ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুয়েত প্রবাসী এরশাদ হোসেনের শিশু কন্যা ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাNewদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত জাহান নসুর (৮) বস্তায়বাঁধা লাশ উদ্ধার করে।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রাম থেকে নুশরাত জাহান নসু নিখোঁজ হয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজা খুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে পরেদিন শনিবার রামগঞ্জ থানায় একটি নিঁেখাজ ডায়েরী করেন। সোমবার ২৬মার্চ দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ী সংলগ্ন ব্রীজের নিচে স্থানীয়রা খালের পানিতে একটি ভাসমান ফাঁপানো বস্তা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
তাৎক্ষনিক থানা এস আই পঙ্কজ কুমার দে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল এসে বস্তাবাঁধা নিখোঁজ হওয়া নুশরাত জাহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। কি কারনে মানুষ রুপি নরপশু তাকে হত্যা করেছে তা জানা যায়নি। সৃষ্ট ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।