
মুজিবুর রহমান,বাউফল (পটুয়াখালি)প্রতিনিধিঃ
“পানির জন্য প্রকৃতি” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস আরবান এর উদ্যোগে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে আরডিএস এর নির্বাহী পরিচালক একেএম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান, কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, সমাজ সেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও আরবানের সম্বয়কারী নাজিম উদ্দিন। এসময় শিক্ষক-শিক্ষার্থী সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।