সুন্দর আগামীর দিকে এগুচ্ছে বাংলাদেশ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৮ | আপডেট: ১২:২২:পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৮

চট্টগ্রাম: বাংলাদেশ একটি সুন্দর আগামীর দিকে এগুচ্ছে মন্তব্য করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি।’

সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় চুয়েটের কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একসময়ের তলাবিহীন ঝুঁড়ির বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে উল্লেখ করে ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘বর্তমানে আমরা এমন একটি সময়ে স্বাধীনতার ৪৭তম বর্ষপূর্তি উদযাপন করছি, যখন আমরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমরা এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। জাতিসংঘ বাংলাদেশের এই অর্জনকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এই স্বীকৃতি আমাদের প্রত্যেকের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।’

দেশের কল্যাণে যার যার অবস্থান থেকে সকলকে কাজ করারও আহবান জানান তিনি।

চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

চুয়েটের মানবিক বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন চুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইয়াকুব আলী, প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী, স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দীন, শিক্ষার্থী আসিফ হাবিব তিশাত ও মেহেদী মজুমদার।

এর আগে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে ‘জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন’ কর্মসূচি পালনের অংশ হিসেবে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়া্ও চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।মহান মুক্তিযুদ্ধে চুয়েটের শহীদ দুই শিক্ষার্থীর কবর জেয়ারতের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত করা হয়

Print Friendly, PDF & Email