ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে স্বাধীনতা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল করিম মোঃ রবিউল করিম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮ | আপডেট: ১১:৪৩:অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

গাজীপুরের প্রানকেন্দ্রে অবস্থিত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ২৬ মার্চ উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

আজ সকাল ১০ ঘটিকার সময় র‍্যালী বের হয়।সেই সাথে উক্ত কলেজের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষকমন্ডলীসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।

 

স্বাধীনতা দিবস এর উপরে বিশেষ তথ্য তুলে ধরেন ছাত্রলীগের কর্মীরা। এছাড়া শিক্ষকবৃন্দ ১৯৭১ সালের ইতিহাস তুলে ধরে বর্তমান ছাত্র ছাত্রীদের মাঝে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জেরিনা সুলতানা,অধ্যাপক নুরুজ্জামান , অসিম বিভাকর সহ শিক্ষকমন্ডলী, সাধারণ ছাত্রছাত্রী এবং ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

Print Friendly, PDF & Email