
মুজিবুর রহমান, বাউফল (পটুয়াখালি) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক,সাংবাদিক ও ছাত্র ছাত্রী। সকালে পুষ্পস্তবক অর্পণ সহ প্রধান মন্রীর সাথে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়েই মহান স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু করেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্টান ও খেলাধুলার আয়োজন করা হয়।
অপরদিকে চীফ হুইপ আসম ফিরোজ এম পি সমর্থীত এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জিয়উল হক জুয়েল সমর্থীত গ্রুপ পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন।