লাল সবুজের আলোয় ঝলমলে ঝালকাঠি জেলা শহর

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮ | আপডেট: ৪:৫৫:অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

স্বাধীনতা দিবসের আনন্দে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে জেলা শহর ঝালকাঠি। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে স্মরণ রাখতে বিভিন্ন সরকারী-বেসরকারী ভবনে শোভা পাচ্ছে নানা রঙের আলোকসজ্জা। সন্ধ্যার পর রঙ-বেরঙের আলোকচ্ছটায় ঝলমলিয়ে ওঠে শহরটি। রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা। আলোকিত শহর দেখে মুগ্ধ শহরবাসী। ২৬ মার্চ, লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
রোববার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বাধীনতা দিবসে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দুটি সরকারী কলেজ, টেকনিক্যাল কলেজ, দু’টি সরকারী বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা, অফিস-আদালত, সরকারি-বেসরকারি ভবনে লাল-সবুজের বর্ণিল বাতি জ্বালানো হয়েছে। সন্ধ্যার পর লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো। ঝালকাঠি শহর যেন পরিণত য়েছে একখন্ড লাল সবুজের পতাকায়। বিভিন্ন রঙের ও বর্ণের এ আলোকসজ্জা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে। শহরে এমন মনকাড়া আলোকসজ্জায় মুগ্ধ কর্মব্যস্ত মানুষ। অনেকে ঘুরে ঘুরে দেখছেন আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরাবন্দি করছেন।
শহরের বাসিন্দ আবির হোসেন বলেন, আমাদের রক্তমাখা স্বাধীনতা আমাদের গৌরব। দিবসটি উপলক্ষে যে আলোকসজ্জা করা হয়েছে তা আসলে মনমুগ্ধকর। আলোকসজ্জার কারণে যে দৃশ্যপট সৃষ্টি হয়েছে তা চোখ ধাঁধানো। যে কারণে দৃশ্যটি মোবাইলে ধারণ করলাম।

Print Friendly, PDF & Email