ভাওয়াল কলেজে ম্যাগাজিন ‘প্রতিভাস’ প্রকাশে ছাত্রলীগ উল্লেখ না থাকায় ছাত্রলীগের ক্ষোভ
মোঃ রবিউল করিম মোঃ রবিউল করিম
গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর এর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে দীর্ঘ ৯ বছর পর প্রতিভাস নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে লেখা আহবান থেকে শুরু করে বিগত দিনগুলোর সকল তথ্য তুলে ধরা হয়। বিভিন্ন দিবসের ছবি,গণ্যমান্য ব্যক্তির বাণী, সকল কর্মকর্তা-কর্মচারীর ছবিসহ এই ম্যাগাজিন প্রকাশ পায়।কিন্ত ম্যাগাজিনে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগ সংগঠনের নাম উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের কর্মীরা।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ জেরিনা সুলতানার সাথে আজ দুপুর ২ ঘটিকার সময় কথা বলেন ছাত্রলীগ এর কর্মীরা। তারা জানতে চান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ছাত্রলীগ সংগঠন থাকা সত্ত্বেও কেন এই সংগঠন এর নাম ম্যাগাজিনে প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে অধ্যক্ষ জেরিনা সুলতানা বলেন,”আমাকে দোষারোপ করে লাভ নেই।আমি ম্যাগাজিন প্রকাশের জন্য কমিটি গঠন করে দিয়েছিলাম তারাই বিস্তারিত বলতে পারবে।
এ সময় কমিটির নিকট জানতে চাইলে তারা বলেন,আমরা আগের নিয়মেই ম্যাগাজিন প্রকাশ করেছি। এক পর্যায়ে অধ্যক্ষ জেরিনা সুলতানা বলেন,” আসলে ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়নি আমাদের ভুলের কারনে।তিনি ভুল স্বীকার করে বলেন,” পরে আমরা যখন আবার ম্যাগাজিন প্রকাশ করব।তখন সংশোধন করে নিব। ছাত্রলীগ কর্মীরা বলেন,ভাওয়াল কলেজে বিভিন্ন প্রোগ্রাম এ ছাত্রলীগকে অবহিত করা হয়না।এই ম্যাগাজিন প্রকাশ করলেও তা লাল দাগ ব্যবহার করে বিতরণ করবেন।
এ নিয়ে বিভিন্ন মহলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।