
জামালপুরের ইসলামপুরে পাথর্শীতে অগ্নিকান্ডে ছয়টি ঘর,চারটি গরুসহ দশলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার গভীর রাতে বৈদ্যুতিক তার থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সন্দেশ জানান,ওই ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে শনিবার রাত তিনটার দিকে বাড়ির গোয়াল ঘরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে
হিরা,একরামুল,রেহানা,খালেক,আব্দুর রৌফ ও ফরহাদসহ একই বাড়ির ছয়টি ঘর,ঘরের আসবাবপত্র,নগদ টাকা,ধানচাল পুড়ে ভস্মিভূত হয়। এঘটনায় ঘর মালিক ও পরিবারের লোকজন প্রাণে বাচঁলেও আব্দুর রৌফের চারটি গরু পুড়ে যায়। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা জানান।