জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মো.রিফাত (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টাকার দিকে রাজিবপুর-বকশীগঞ্জ সড়কের মৃর্ধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষার্থী এ উপজেলার মৃর্ধাপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে ধানুয়াকামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবপুর-বকশীগঞ্জ সড়কের মৃর্ধাপাড়া এলাকায় দাড়িঁয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রাক মো.রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানাীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া দিন রয়েছে।