‘দেশ মধ্যম আয়ে উন্নীত হলে ৪০ লাখ মানুষ বস্তিতে কেন?’

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৮ | আপডেট: ৭:২৭:পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৮

ক্ষমতাসীন আওয়ামী লীগের জনসমর্থন এখন ‘শূন্যের কোঠায়’ নেমে এসেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ ঘিরে সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে এক প্রতিনিধি সভায় তিনি এ দাবি করেন।

  • এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করেছেন। তাহলে ৪০ লাখ মানুষ বস্তিতে কেন? গ্রামে খাবার, কাজ নেই কেন? আওয়ামী লীগের জনসমর্থন আজ শূন্যের কোঠায়।’

সাম্প্রতিককালে দেশে যেসব নির্বাচন হয়েছে আগামী সেগুলোর চেয়েও ভালো হবে বলে— এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সারাবিশ্ব চোখ রাখছে, আগামী নির্বাচন কিছুটা হলেও সুষ্ঠু হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি— আমরাই জিতবো।’

  • ৭ মার্চের মিছিলে যৌন হয়রানির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘৭ মার্চ নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে তাতে সারাবিশ্ব ছিঃ ছিঃ করছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে!’

এ সময় সরকারকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, ‘এরপরও কোন মুখে আপনারা গর্ব করে কথা বলেন?’

জাতীয় পার্টির লোকবল নেই— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে এরশাদ বলেন, ‘আগামী ২৪ মার্চ বিএনপিকে দেখিয়ে দেব, জাতীয় পার্টিতে লোক আছে নাকি নাই।

ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

  • thebangladeshtoday

Print Friendly, PDF & Email