৮ দিন চলছে: এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী নিখোঁজ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮ | আপডেট: ১১:১১:অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮

ঢাকা অফিস ॥ নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী দীর্ঘদিন যাবৎ শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত। পাশাপাশি সাংবাদিকতা-কলাম লেখা সহ বিভিন্নভাবে বাংলাদেশের সংবাদমাধ্যমের সাথে সম্পৃক্ত।

তারই ধারাবাহিকতায় তিনি নিয়মিত দৈনিক যায়যায়দিন, জনতা সহ বিভিন্ন দৈনিকে কলাম লেখার পাশাপাশি শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডেও জড়িত।  তিনি ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে অগণিত তরুণকে সাথে নিয়ে আত্মপ্রকাশ ঘটান নতুনধারা বাংলাদেশ-এনডিবি নামক রাজনৈতিকধারার।

যে ধারার মূল লক্ষ্য বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা এবং প্রতিটি দেশ ও মানববান্ধব কর্মসূচীতে নিবেদিত জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ক্ষুধা-দারিদ্র-দুর্নীতি-সন্ত্রাস-খুন-গুম মুক্ত সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তোলা।

নতুনধারা বাংলাদেশ-এনডিবির ৪১ জেলা ও ১০২ উপজেলা কমিটি সহ ১৬৫ টি কমিটি এবং সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে গত ৩১ ডিসেম্বর নিবন্ধনের জন্য আবেদন করেন।

কিন্তু গত ১৫ মার্চ রাতে তিনি আর বাসায় ফেরেন নি। প্রতিদিনের মত অপেক্ষা করে অবশেষে সাংবাদিক-পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হই। গত শুক্রবার ১৬/৩/২০১৮ ইং শাহবাগ থানায় জিডি করি জিডি নাম্বার ১০০০ তদন্তে আছেন এসআই শাহরিয়ার রেজা , যোগাযোগ ০১৭১০২৩৮২৬৬

১৫ মার্চ থেকে নিখোঁজ মোমিন মেহেদীর কোন সন্ধান আজো দিতে পারেন নি পুলিশ-প্রশাসন।  উপরন্তু গত ১৯/৩/২০১৮, সোমবার সকাল আনুমানিক ৯:০০ টায় আমাকে ০১৭৮৬৬০১৮৩৫ এই নাম্বার থেকে ফোন করে ডিবি অফিসার পরিচয় দিয়ে মোমিন মেহেদী সন্ধান জানে বলে ১০০,০০০ টাকা দাবী কর আমি তাৎক্ষণকি ডিবি অফিসে ছুটে গেলে সখোনে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আমাকে শাহবাগ থানায় যেতে বলে

আমি শাহবাগ থানায় ঘটনাটি লিখিত দিয়ে আসি কিন্তু এরপরওে প্রায় ৩ দিন হয়ে গেলেও কোন খোঁজ নেই আজ ৮ দিন চলছে আমার স্বামী নিখোঁজ অথচ প্রশাসন নিরব!এমনি ক্ষোভ ঝরে পড়লো নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নিখোঁজের সহধর্মিনী শান্তা ফারজানার কন্ঠে

অন্যদিকে নতুনধারার সকল কর্মসূচী স্থগিত করাতে ২২ মার্চ  সন্ধ্যা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসছেন নতুনধারার নেতার্কমীরা

যোগাযোগ : ০১৭৯১৪০৭০৪৭

Print Friendly, PDF & Email