
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ময়না বেগম (২৪) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবুনিয়া গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ময়না উপজেলার ঝোড়খালী গ্রামের মাসুদ খানের স্ত্রী।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ময়না দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া অন্তঃসত্ত্বা থাকায় কয়েক মাস ধরে বাবার বাড়িতে থাকছিলেন। সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ময়না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #