রবিউল করিম,গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় কাশিমপুর কারাগার রোডের পাশে ঝুট গুদামে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ৩টি বাসা বাড়ি ও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৩০ থেকে ৩৫টি ঝুট গুদাম ৩টি বাসা বাড়ি ও কয়েকটি দোকান পুড়ে গেছে। এছাড়া এলাকাবাসী জানান,কোনাবাড়ীতে কিছুদিন পরপরই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে অথচ,এখানে ফায়ার সার্ভিস না থাকায় অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী সহ কলকারখানার মালিকগন।এ বিষয়ে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করার দাবি জানান।