বরিশালে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮ | আপডেট: ১০:২১:অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মকে সক্ষম করে গড়ে তুলতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিলের সহযোগিতায় বৃহস্পতিবার (২২ মার্চ) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) ইউনিসেফ সম্মেলন কক্ষে যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বরিশাল সিটি চিলড্রেন কাউন্সিল, কিশোর-কিশোরী ক্লাব সদস্য ও ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ৪১ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় জলবায়ু পরিবর্তন বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে আলোকপাতসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারী ও শিশুদের বিপদাপন্নতা নিরসন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও খরা, লবণাক্তাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি সম্পর্কে শিশু ও যুবদের সচেতন করা হয়।

Image may contain: 2 people, including Marjan Nur Ridoy, people sitting, screen and indoor

প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার শারমিন নাহার নিপা, ক্লাইমেট ফিন্যান্স ট্রান্সপারেন্সি মেকানিজম প্রকল্পের টাস্ক ম্যানেজার আবু সাদাত মো: মারজান ও ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আ: জলিল।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশালের ওয়াস অফিসার ও অফিস ইনচার্জ ফুরকান আহমেদ, প্লানিং এন্ড মনিটরিং অফিসার আল মুমিন মো: গোলাম সারওয়ার, ব্রাক ইউনিভার্সিটির রিসার্চ এসিট্যান্ট মনিজা মঞ্জু, ইশতিয়াক ইবনে রউফ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান প্রমুখ।

কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের নিয়ে বছর ব্যাপী কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।

Print Friendly, PDF & Email