বাংলাদেশের নিন্ম মধ্য আয়ের দেশে উত্তরণে ইসলামপুরে আনন্দ র্যালি
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষে ইসলামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা,সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। পরে স্থানীয় বটতলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী,সমর্থক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র/ছাত্রী,সাংবাদিক ও সুধীবৃন্দ।