উন্নয়নশীল দেশের ঐতিহাসিক সাফল্যে কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
রাসেল কবির মুরাদ রাসেল কবির মুরাদ
কলাপাড়া প্রতিনিধি

“স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরনের যোগ্যতা অর্জন করায়” কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত ॥
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরনের যোগ্যতা অর্জন করায়” কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সদড় প্রদক্ষিন শেষে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভির রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়্যারমান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান। এছাড়া এসময় স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।