উন্নয়নশীল দেশের ঐতিহাসিক সাফল্যে মঠবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা
শিবাজী মজুমদার শিবু শিবাজী মজুমদার শিবু
মঠবাড়িয়া প্রতিনিধি

জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে স্বল্লোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তোরণের স্বীকৃতি দেয়ার সাফল্যে মঠবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য দেন, পিরোজপুর জেলা আ’লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল উসলাম, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, শিক্ষক মো. রুহুল আমীন, সেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।