মঠবাড়িয়ায় গাছের সাথে ফাঁস লাগিয়ে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮ | আপডেট: ৪:২৭:অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বৃহস্পতিবার সকালে ইউনুচ খা (৬০) নামে এক বৃদ্ধ গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত ইউনুচ খা উপজেলার বেতমোর গ্রামের মৃত আসলাম খায়ের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ইউনুচ বৃহস্পতিবার সকালে বসত ঘর থেকে ২’শ গজ দূরে বাগানের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তার মরদেহ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তবে আত্মহত্যার কারণ জানাযায়নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email