মামলায় আমরাও জর্জরিত : রুহুল আমিন হাওলাদার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮ | আপডেট: ৪:১৩:অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, মামলায় আমরাও জর্জরিত, আশা করি ন্যায় বিচার পাব।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটির (বিআরইউ) সাগর-রুনির মিলায়তনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে এ সমাবেশ করা হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আমরা জয়ের জন্য ৩’শ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তুত নিয়েছি। দেশ, জনগণ ও জোটের স্বার্থে আমরা ক্ষমতায় যেতে চাই। দীর্ঘ ২৭ বছর জেল, জুলুম ও নির্যাতন ভোগ করে এপর্যন্ত এসেছি। আমাদের বেদনা কেউ অনুভব করেনি। আমরা ৯ বছর দেশ শাসন করেছি। এরশাদের মামলাটি আজও চলছে, আশা করি ন্যায় বিচার পাব। আমাদের সময় খুন, রাহাজানি, হত্যা, গুম, চাঁদাবাজি, নৈরাজ্য, অসহিঞ্চু পরিস্থিতি ছিল না। মানুষের জীবনের নিরাপত্তা ছিল। এসব কথাই সমাবেশে বলা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান চেপা, সুনিল শুভ রায়, ইসলামি মহাজোটের মহাসচিব এমএ মতিন ও বিএমএ’র চেয়ারম্যান সিকান্দার আলী মণি প্রমুখ।

Print Friendly, PDF & Email