বীর প্রতীক কাঁকন বিবি আর নেই

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৮ | আপডেট: ৬:৫৭:পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৮

ইমতিয়াজ মেহেদী হাসান : বীরপ্রতীক কাঁকন বিবি আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাতে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। এর আগে তাকে গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁকন বিবির মেয়ে সখিনা জানান, কয়েকদিন ধরে তার মা শয্যাশায়ী ছিলেন। খাবার পর্যন্ত খেতে পারছিলেন না। শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সবাইকে একা করে মা চলে গেলেন।

ভারতের খাসিয়া পাহাড়ের পাদদেশের এক গ্রামে মুক্তিযোদ্ধা কাঁকন বিবির জন্ম। ১৯৭০ সালে দিরাই উপজেলার শহীদ আলীর সঙ্গে কাকনের বিয়ে হয়। বিয়ের পর তার নাম পরিবর্তিত হয়। নতুন নাম হয় নুরজাহান বেগম। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৯৬ সালে তৎকালীন সরকার তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে।

Print Friendly, PDF & Email