শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত

এস এম জহিরুল ইসলাম এস এম জহিরুল ইসলাম

গাজীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৮ | আপডেট: ১২:১১:পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী(৩০) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টা বিশ মিনিটে উপজেলার কাওরাইদ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী কমিউটা ট্রেনটি কাওরাইদ রেলস্টেশনে থামার পর ওই নারী ট্রেনের দুই বগীর ফাঁকা অংশ দিয়ে পূর্ব পাশ থেকে পশ্চিমে মূল প্লাটফর্মে আসতে চেষ্টা করছিলেন।

এমন সময় ট্রেনটি চলা শুরু করলে তিনি কাঁটা পড়েন। গুরুতর আহত অবস্থায় তিনি তার বাড়ি গাইবান্ধা বলে জানিয়েছেন। এ ছাড়া আর কিছুই বলতে পারেননি। রেলওয়ের ব্যবস্থাপনায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

কাওরাইদ রেল স্টেশনের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জি এম নিউজের প্রতিবেদক কে জানান, অসচেতনভাবে চলাচলের সময় ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ মর্গে নেওয়ার জন্য ঘটনাস্থলে জয়দেবপুর জিআরপির পুলিশ এসেছে।

Print Friendly, PDF & Email