শ্রীপুরে গলার গামছায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
এস এম জহিরুল ইসলাম এস এম জহিরুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গলার গামছায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এ যুবক। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আবদার ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেছ উদ্দিন(৩২) আবদার গ্রামের কাছম আলীর ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের স্বজনেরা জানান, নিহত মোখলেছ মাওনা চৌরাস্তার গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির শিক্ষার্থীবাহী ভ্যানের চালক ছিলেন। গত রাতে পরিবারের সবাই এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এমন সময় মোখলেছ কে ঘাড়ে গামছা নিয়ে বাইরে বের হতে দেখেন তারা। পরে ওই রাতে তিনি আর বাড়িতে ফিরেননি।
রাতেই স্বজনেরা আশপাশের বাড়িতে খোঁজ করেছিলেন। পরদিন বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালে গামছায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মোখলেছ কে দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আজিজুল হক জি এম নিউজ কে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কারও কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।