বাউফলে স্ত্রী’র নামে বসতবাড়ি লিখে না দেওয়ায় গভীর রাতে স্বামীকে কুপিয়ে গুরুতর জখম

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮ | আপডেট: ১১:২৮:অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

মুজিবুর রহমান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে স্ত্রী’র নামে বসতবাড়ি লিখে না দেওয়ার অপরাধে স্বামী মনির হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাউফল পৌর এলাকার ৮নংওয়ার্ডে মহিলা কলেজের পশ্চিম পার্শে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী বেবীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। বরিশালের বাবুগঞ্জ এলাকার মনির হোসেন নামে এক ব্যক্তি বাউফলের কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়েকে বিয়ে করে। তিনি ৫ সন্তানের জনক।

 

বাউফল পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহিলা কলেজের পশ্চিম পার্শে জমি কিনে ঘর তুলে স্ত্রী পুত্র নিয়ে বসবাস করে এবং বাউফল পাবলিক মাঠের উত্তর পার্শে জলিলের ঘর ভাড়া করে হোটেল ব্যবসা করেন। মঙ্গলবার গভীর রাতে মনিরের ডাকচিৎকার শুনে আবুল পুলিশ নামে এক প্রতিবেশী সহ অন্যান্য প্রতিবেশীরা মনিরকে মুমুর্ষ অবস্থায় উদ্বার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার আক্তারুজ্জামান বলেন- রোগীর অবস্থা আশংকাজনক মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তার সামনের দুটি দাত ভেঙ্গে ফেলা হয়েছে,শরীর ও মাথায় অসংখ্য কোপের দাগ পাওয়া গেছে।

মনিরের পারিবারিক সূত্রে জানা গেছে মনিরকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। ডান হাতের কব্জি একচতুর্থাংশ কেটে ফেলা হয়েছে।

আহত মনির বাউফল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জানায়, রাত দুটোর দিকে আমি বাহিরে লোক জনের আলাপ পেয়ে দরজা খুলে দেখি কয়েকজন লোক উওর দিকে দৌড়াচ্ছে , আমি আমার স্ত্রীকে ডেকে বিষয়টি বললে তিনি বলেন ও কিছু না তুমি ঘুমাও। আমি ঘুমিয়ে পড়ার পর আনুমানিক রাত ৩টার দিকে আমার স্ত্রী ও মেয়ে সহ , শ্বশুর মোস্তফা হাওলাদার, ধর্ম জামাই গনি ওরুপে লম্বা গনি, শ্যালক কুদ্দুস, কালাম আমাকে ঝাপটে ধরে আমার মুখে কাপড় দিয়ে ঘরের বাহির করে এলোপাতাড়ি ভাবে সদলবলে কোপাইতে ও পিটাইতে থাকে, এ সময় তারা আমাকে বলে আজ তোর জীবনের শেষ দিন।

 

প্রতিবেশী বশার মাষ্টার, দেলোয়ার হোসেন মিলন, আলমগীর মাষ্টার ও মজিরন জানান তাদের পরিবারে প্রতিনিয়ত ঝগড়া ফ্যাসাদ হয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন,এ ঘটনা স্ত্রী বেবীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email