জামালপুরে কৃষি জমিতে গড়ে উঠছে ইটভাটা!নীরব প্রশাসন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮ | আপডেট: ১১:২৩:অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি: সরকারী নিয়মনীতি উপেক্ষা করে জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা চালা বন্দে কৃষি জমি’র জমির বিশাল মাঠে রাস্তার পাশে গড়ে উঠছে অবৈধ দুইটি ইটভাটা।
জানা গেছে,কোনো নিয়ম-নীতি নেই,উৎপাদন অনুমতি নেই। নেই স্থানীয় কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অবৈধভাবে আরো গড়ে উঠছে দুইটি ইটভাটা। ফলে এলাকার হাজার হাজার বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহতসহ কৃষি বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কায় এলাকাবাসীর মাঝে হতাশা বিরাজ করছে এলাকাবাসীর সচেতন মহল এ ব্যাপারে প্রশাসনের নিকট বিষয়টি অবহিত করেও কোন প্রতিকার পাচ্ছেন না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,ফসলি জমিতে অবৈধ ইটভাটার নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এলাকাবাসীর পক্ষে ইউনুছ মিস্ত্রি,আইবালী,নয়া মোল্লাহ ও মজিবর হজুরসহ আরো অনেকেই জানান, আবাসিক ঘণবসতি এলাকা ও কৃষি জমিতে ইটভাটা হতে পারে না। সম্পুর্ণ অবৈধভাবে ফসলি জমির মাঠে ইটভাটা দুইটি তৈরী হচ্ছে। সময় থাকতে প্রশাসন প্রয়োজনীয় ব্যাবস্থা না নিলে অবৈধ ইট ভাটার কালোধোঁয়ার বিরুপ প্রভাবে ধ্বংশ হবে হাজার হাজার বিঘার ফসলি জমি ও হারাবে এলাকার প্র্রাকৃতিক পরিবেশের ভারসাম্য।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সালের সংশোধিত আইনে বলা হয়েছে,লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করলে ১বছরের কারাদন্ড এবং ৫০হাজার টাকা জরিমানা। আবাসিক,জনবসতি, সংরক্ষিত, জলাভূমি, বনভূমির মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করলে ১বছরের কারাদন্ড ও ৫০হাজার টাকা এবং কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করলে ৩বছরের জেল ও ৩ লাখ টাকা জরিমানার বিধান বিধান রয়েছে। এক্ষেত্রে কোন নিয়মই মানা হচ্ছে না ইটভাটা গুলোতে। ফসলি জমি উপরীভাগের মাটি বা টপসয়েল ব্যবহার করলে প্রথমবার ২বছর কারাদন্ড অথবা ২ লাখ টাকা জরিমানা, দ্বিতীয়বার অনুরোপ কাজের জন্য ২থেকে ১০লাখ টাকা জরিমানা অথবা ২বছর থেকে ১০ বছরের কারাদন্ডের বিধান রাখা হয়েছে।

আইনে আরো বলা হয়েছে,আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন,ছাড়পত্র থাকুক বা না থাকুক আবাসিক,সংরক্ষিত বা বাণিজ্যেক এলাকা; সিটি কর্পোরেশন,পৌরসভা বা উপজেলা সদর; সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য,বাগান বা জলাভূমি;কৃষি জমি;প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা; ডিগ্রেডেড এয়ার শেড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত উপজেলা বা ইউনিয়ন বা গ্রামীণ সড়ক হইতে কমপক্ষে ১/২ (অর্ধ) কিলোমিটার দূরত্বের মধ্যেকোন ব্যক্তি কোন ইটভাটা স্থাপন করিতে পারিবেন না। ইতি পূর্বেও এসব নীতিমালা কোন নিয়মনীতি তোয়াক্কা না করে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ফসলি জমি ও ঘনবসিত এলাকায় নির্মাণ করা হয়েছে,মিলি ব্রিক্স,সওদাগর ব্রিক্সহ কয়েকটি ইটভাটা। একের পর এক নীতিমালা লঙ্ঘন করে ইসলামপুরে কৃষি জমিতে ইটভাটা নির্মাণ কাজ চলছেই। এ বিষয়ে জেলা ও ইসলামপুর উপজেলা প্রশাসন,কৃষি বিভাগসহ সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে মনে করেছন সচেতন মহল।

Print Friendly, PDF & Email