
গাজীপুরের শ্রীপুরে আন্তজেলার ডাকাত দলের সরদার হাবি (৪৩) কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। ২১ মার্চ বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাষ্টার টাওয়ার থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়। জানা যায়,ওই ডাকাত হাবি উপজেলার শৈলাট গ্রামের মৃতঃ আইয়ুব আলীর ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সরদার হাবি কে গ্রেফতার করা হয়।তার নামে ভালুকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতি মামলা রয়েছে। সে আন্তজেলার তালিকাভুক্ত ডাকাত দলের সরদার। আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।