
বাবুগঞ্জ প্রতিনিধিঃ “জনগন আজ গর্বিত বেশ,উন্নয়নের পথে চলছে সোনার বাংলাদেশ”। বাবুগঞ্জ উপজেলায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন শীল দেশে উওরন উপলক্ষে ২০র্মাচ থেকে ২৫ মার্চ ২০১৮ইং প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভা যাত্রার র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলে ইউএনও সুজিত হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান এমপি বক্তব্যে বলেন বাংলাদেশের অর্থনীতির জন্য বিশেষভাবে স্মরনীয় হয়ে থাকবে নতুন বছর ২০১৮ সাল। কারন ৪২ বছর স্বল্পোন্নত দেশের (এলডিসি)তালিকায় থাকার পর এ রাষ্ট্র চলতি বছর উন্নয়নশীল দেশ হওয়ার স্বীকৃতি পেতে চলেছেন। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে উন্নয়নশীল দেশের তালিকায়। তিনি আরো বলেন বাংলাদেশের জন্য এই অর্জন অনেক মর্যাদা কারন কোন দেশ এলডিসি থেকে উওরনে জন্য তিনটি সূচক বিবেচনায় নেয় সিডিপি। এগুলো হচ্ছে মাথাপিছু আয়, মানব সস্পদ এবং অর্থনৈতিক ভঙরতা। কোনো দেশ তিনিটি সূচকে যে কোনো দুইটিতে পর পর দুইটি পর্যালোচনায় ৬ বছর উর্ত্তীন হলে তাকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষনা দেয় জাতিসংঘ। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার এসব শর্ত পূরন করতে সক্ষম হবে। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন তার বক্তব্যে বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন এটি তারই আর্ন্তজাতিক স্বীকৃতি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,সহকারি কমিশনার ভূমি বিবি খাদিজা,ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন,মুক্তিযোদ্ধা শাহআলম সিকদার,বিমান বন্দর থানার ওসি এ,আর মুকুল,বাবুগঞ্জ থানার ওসি মাসুদুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিন,কৃষি কর্মকর্তা মোসাঃ মরিয়ম,ডাঃ এস,এম মনিরুজ্জামান,প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমূখ।