
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ থানা পুলিশ নকল স্বর্ণের ১১টি বারসহ ৩ প্রতারককে আটক করেছে।
জানা যায়,উপজেলার মেঘারবাড়ী গ্রামের জব্বারের ছেলে হাবিবর,মৃত নছর আলীর ছেলে মজিবর ও হাছেন আলীর ছেলে আলামিন নামক তিন প্রতারককে মাহমুদপুর বাজারস্থ তালতলা প্রতারণা করার সময় স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ জিম্মা রাখে। এ খবর পেয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাজহারুল করিম দ্রুত ঘটনা স্থল থেকে পুলিশ পাঠিয়ে প্রতারকদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে প্রতারকদের বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে।