লামা তথ্য অফিসের প্রেস ব্রিফিং বাংলাদেশ স্বল্পোন্নত দেশের যোগ্যতা অর্জন
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

ফরিদ উদ্দিন, লামা বান্দরবান প্রতিনিধি:
লামা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিং করেন সহকারী তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: সায়েদ ইকবাল। বিশেষ অতিথি প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান, মুহাম্মদ কামালুদ্দিন, মোঃ নুরুল করিম আরমান, মোঃ ফরিদ উদ্দিন, খগেশ প্রতি চন্দ্র খোকন, মোঃ রফিকুল ইসলাম, রফিক সরকার, সাহাব উদ্দিন, মংছিংপ্রু মার্মা, আবুল কাশেম, বাবু মং মার্মা, উজ্জ্বল বড়ুয়া,শামছুদোহা,ইউছুপ মজুমদার,এম. বশিলুল ইসলাম মোঃ জাহিদ হাসান প্রমুখ।
প্রেস ব্রিফিং-এ বলা হয়, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের ধারণাটি ১৯৬০’র দশকে প্রথম প্রবর্তিত হলেও জাতিসংঘ প্রথম স্বল্পোন্নত দেশগুলোকে পৃথকভাবে শ্রেণিবদ্ধ করে ১৯৭১ সালে। মাথাপিচু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিভিন্ন সূচকে জাতিসংঘ নির্ধারিত সীমার মধ্যে থাকা দেশগুলোর স্বল্পোন্নত দেশ হিসেবে চিহ্নিত।উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য মৌলিক ৩টি মানদন্ড অর্জন করেছে বাংলাদেশ।
আজ দেশের মাথাপিচু আয় ১২৩০ মার্কিন ডলারের বেশী, মানবসম্পদ সূচক ৬৬ বা তার বেশী ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক ৩২ বা তার কম। বাংলাদেশ হচ্ছে খুবই অল্প সংখ্যক দেশের একটি যারা প্রথম ধাপেই মধ্যম আয়ের দেশে উত্তরণের ৩টি শর্তই পূরণ করল। বিশ্ব দরবারে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি এখন শুধু সময়ের বিষয়।
সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং-এ বলা হয়, বাংলাদেশ হচ্ছে খুবই অল্পসংখ্যক দেশের একটি; যারা প্রথম ধাপেই স্বল্পোন্নত দেশে উত্তরণের তিনটি শর্তই পূরণ করলো। এসবের মধ্যে রয়েছে, শিক্ষা খাতে অর্জন, স্বাস্থ্য সেবায় সাফল্য, নারী ও শিশু উন্নয়নে অর্জন, নারীর ক্ষমতায়নে অর্জন, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন। প্রবাসী শ্রমিকদের উন্নয়নে অর্জন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ, বিদ্যুৎখাতে সাফল্য, শিল্প ও বাণিজ্যখাতে অর্জন, সামাজিক নিরাপত্তা খাতে অর্জন, ভূমি ব্যবস্থাপনায় অর্জন, মন্দা মোকাবেলায় সাফল্য।
প্রেস ব্রিফিং-এ বলা হয়, একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার প্রেক্ষিত পরিকল্পনা ও রুপকল্প ২০২১ বাস্তবায়নের কাজ শুরু করেন। ইতোমধ্যে সরকার সফলভাবে সহস্রাব্দের উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। জাতির জনকের যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রীর সঠিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ লাভের মধ্য দিয়ে প্রেক্ষিত পরিকল্পনা ও রুপকল্প ২০২১ এর সফল বাস্তবায়ন করতে যাচ্ছে। উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এখন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালে বাংলাদেশ পৌঁছে যাবে শেখ হাসিনার স্বপ্নের উন্নত দেশের তালিকায়। প্রেস ব্রিফিং-এ আরো বলা হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণের যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্যের বিস্তারিত বর্ণনা সময় সাপেক্ষ প্রেস ব্রিফিং-এ এইসব কথা বলেন, সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী।##