বাবুগঞ্জে কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র ১৭তম মৃত্যু বাষির্কী পালিত
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

মাগো ওরা বলে সবার কথা কেরে নেবে।তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না।বল মা,তাই কি হয়?কবি আবু জাফর ওবাইদুল্লাহ’র লেখা কবিতাটি আজও সবার হৃদয় জুরে রয়েছে। কিন্তু কবি আজ আমাদের মাঝে নেই। বাংলা কবিতার এই কিংব্দতীর কবির আজ ১৭তম মৃত্যু বাষির্কী। ষাট দশকে তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় কবি ।
তিনি ১৯৩৪ সালের ৮ ফ্রেরুয়ারী বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে এক সম্ভ্রান্ত পবিবারে জন্ম গ্রহন করেন। তিনি ২০০১ সালে ১৯মার্চ ৬৭ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন। এ উপলক্ষে তার নামে নির্মিত স্মৃতি পাঠাগারে দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের উপর আলোচনা,কবিতা আবৃতি, ছড়াগান পরিবেশন করেন।
গতকাল সোমবার এ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচরে কবি আবুজাফর স্মৃতি পাঠাগারে আলোচনা সভায় পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ বজলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও মোঃ রুবেল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, অধ্যাপক মোঃ সেলিম হোসেন, মোঃ মোজাম্মেল হক ফিরোজ, সাবেক ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান বাবুল ফকির, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমূখ। এসময় কবির রুহের মাগফেরত কামনায় দোয় মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।